আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় জোড়া খুনের দায়ে ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ির পুকুর পাড় থেকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার টোক ইউনিয়নের কেন্দাব গ্রামের মাইনউদ্দিন সাবেক মেম্বারের পুত্র। আজ শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে টোক ইউনিয়নের কেন্দাব গ্রামের মালিমুদ্দিনের পুত্র ইমাম উদ্দিনের সাথে সেলু মেশিনের পানি নিয়ে আসামী পক্ষের দ্বন্ধ হয়। এক পর্যায় আসামী পক্ষ ইমাম উদ্দিনকে উপর্যপুরি আঘাত করলে তাকে বাচাঁনোর জন্য একই এলাকার আহমুদ্দিনের পুত্র বোরহান উদ্দিন আগাইয়া আসে। এ সময় তাকেও আসামীরা মারাত্মক আঘাত করে। এ ঘটনায় ইমাম উদ্দিন ও বোরহান উদ্দিন দু’জনেই মারা যায়। পরে নিহত বোরহান উদ্দিনের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে চারজনের বিরোদ্ধে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন।
কাপাসিয়া থানা অফির্সাস ইনর্চাজ মোহাম্মাদ আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেয়া অবস্থায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাজল দীর্ঘদিন আত্মগোপনে ছিল।
উল্লেখ্য, প্রায় ৯ বছর পূর্বে এ হত্যা মামলায় গাজীপুর জেলা জজ আদালত সকল আসামীদের বিরোদ্ধে ৩১ বছরের সাজা দেন। মামলায় রায় হওয়ার পর থেকে আসামী কাজল পলাতক ছিল বলে জানা যায়। অপর আসামীরা হলো একই গ্রামের মৃত মালিমুদ্দিনের পুত্র মাইনউদ্দিন মেম্বার (৭০) ও তাজউদ্দিন (৬৫), মাইনউদ্দিন মেম্বারের পুত্র দুলাল (৪০)। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।