সবার সহযোগিতায় দেশ গঠনে মনোনিবেশ করতে চাই: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমরা চাই আমাদের দেশটাতে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে যারা সরকারের গঠনমূলক সমালোচনা করে আমাদের ভুলভ্রান্তি তুলে ধরবে। এসব ভুলভ্রান্তি সুধরিয়ে আমরা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়ে তুলবো। গত নির্বাচন সবাই গ্রহণ করেছে, বিভিন্ন দেশ আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আমরা এখন সবার সহযোগিতা নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে চাই।

আজ শনিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট (ব্রি) অডিটরিয়ামে ব্রি’র ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা’য় (২০১৭-১৮) প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো: নাসিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো: ফজলে ওয়াহেদ খোন্দকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মা: কবির ইকরামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম, ব্রি’র মহাপরিচালক ড.শাহজাহান কবীর, পরিচালক তমাল লতা আদিত্য, মো: হামিদুর রহমান, ড.নজরুল ইসলাম, ড.গাজী জসিম উদ্দিন আহমদ, খায়রুল বাসার প্রমুখ। ব্রি’র পরিচালক ড. মো: আনসার আলী পর্যালোচনা কর্মশালা’য় ধন্যবাদ জ্ঞাপন করেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলকে গণভবনে চা-চক্রের আমন্ত্রন জানিয়েছেন। সেখানে আলোচনার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ গঠন করবো। যারা চা-চক্রে আসতে চাচ্ছেনা সেটা তাদের সংকীর্ণতা। এতে তারা লাভবান হবেননা বরং ক্ষতিগ্রস্ত হবে। ২০১৪ সালে বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরে নিষ্ঠুরতার ও সন্ত্রাসের চরম কাজ করেছে। এতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে চলবে না। আমাদের নিরাপদ ও পুষ্টি জাতীয় খাদ্য উৎপাদন ও খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষিকে লাভজনক করতে হলে কৃষিতে ভতুর্কি ও প্রণোদনা দিতে হবে। আমরা দেশকে সবাই ভালবাসি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাবে এই দেশটাকে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫