বাংলাভূমি ডেস্ক ॥
বাংলা ব্যাংক, সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক নামে রোববার নতুন তিনটি ব্যাংকের অনুমোদনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদসভায় এ সিদ্ধান্ত হয়।
একদিন পরই আজ সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আরও কয়েকটি ব্যাংকের অনুমোদন পেতে পারে।
ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়; নিয়মমাফিক চালালে কোনো সমস্যা হবে না। চাহিদার দিক বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকটি নতুন ব্যাংক অনুমোদন দিতে পারে।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ক্লাসিফায়েড লোন কী প্রক্রিয়ায় দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে শিগগিরই অডিট চালু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।