আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুরঃ ‘এসো বই পড়ি, আলোকিত হই’ এই প্রতিপাদ্য বিষয়ে গত ১৪ই ফেব্রুয়ারী কাপাসিয়ায় ‘বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার’র উদ্যোগে শুরু হওয়া বই মেলা শুক্রবার রাতে সমাপ্ত হয়েছে। সফল ভাবে পরিচালিত বইমেলার বর্নাঢ্য আয়োজনে প্রতিদিনই দর্শনার্থীদের ব্যাপক সমাগম ছিল।
উপজেলা শহরের মরহুম খালেদ খুররমের বাসভবন প্রাঙ্গনে আয়োজিত বইমেলা পরিচালনা কমিটির আহবায়ক কাপাসিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবনী ও আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র কাপাসিয়ার উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনী, দেয়াল পত্রিকা, বই পড়া শিশুদের গল্প শোনানো, উন্মুক্ত বই পড়া প্রতিযোগিতা ও মুক্ত আলোচনা, মানচিত্রে কাপাসিয়া স্থান পেয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।