কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ কালীগঞ্জে বৃহস্পতিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিবলী সাদিক, উপজেলা প্রকৌশলী মো. শাকিল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাদির সিদ্দীকি, জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান , শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, খাদ্য কর্মকর্তা নাছির উদ্দিন, তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান আরমান এবং কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শফিকুল কবীর প্রমুখ। এ সময় ইউএনও লাল কাপড়ে মোড়ানো অফিসার্স ক্লাবের ফলক উন্মোচন করেন এবং ইট গেঁথে নির্মাণ কাজের উদ্বোধণ করেন। পরে দেশ ও দশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. মোশারফ হোসেন।