বাংলা চলচ্চিত্রের গৌরব ফেরাতে কাজ করছে সরকার

বাংলাভূমি ডেস্ক ॥
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের হৃত গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে; যেখানে চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে।’

শনিবার সকালে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রোমান্টিক ও পারিবারিক ঘরানার চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও ভারতীয় বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের সাড়া জাগানো নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকসহ নায়ক-নায়িকারা সবাই খ্যাতিসম্পন্ন ও প্রথিতযশা। আশা করছি, চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাবে ও সমাদৃত হবে।

প্রিমিয়ার শো অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫