স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলার সদর থানাধীন মনোহরখাদি এলাকার আলাউদ্দিন বেপরীর পুত্র মো: আল আমিন (২৯) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার শরীফপুর সরকার বাড়ি এলাকার বাবুল হোসেনের পুত্র মো: সজীব (২৫)।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শরীফপুর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সজীবকে এবং শনিবার সকালে স্থানীয় জাঝর এলাকার আইরিশ পোশাক কারখানায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়। ২০১২ সালে সজীব জয়দেবপুর থানার মারামারি মামলায় ২০১৭ সালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক দুই বছর দুই মাস এবং ২০১৮ সালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক ডাকাতির মামলার রায়ে আল আমিন সাত বছরের দন্ডপ্রাপ্ত। আল আমিন মামলার পর থেকে বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিল এবং সর্বশেষ গাজীপুরে জাঝর এলাকায় আইরিশ পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করছিল।