চট্টগ্রামে আগোরা সুপার শপকে ৪ লাখ টাকা জরিমানা

নগরের আফমি প্লাজার আগোরা সুপার শপে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পচা মাছ-মাংস বিক্রির দায়ে সুপার শপ মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।শুক্রবার (১০ মে) সন্ধ্যায়

পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান বাংলানিউজকে জানান, ভেজাল বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুপার শপ আগোরায় অভিযান চালায়

র‌্যাব। এ সময় মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পচা মাছ-মাংস বিক্রির দায়ে আগোরা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যারা খাদ্যে ভেজাল দেয় এবং যারা ভেজাল খাদ্য বিক্রি করে- তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

অব্যাহত থাকবে বলে জানান তিনি।অভিযানে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন=নগরের আকবরশাহ থানার কাট্টলী বড় কালিবাড়ি এলাকায় ‘নেশাগ্রস্ত যুবকের’ বটির কোপে ৭০ বছর বয়সী এক নারী ও পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (১০ মে) বিকেলে ও রাতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।নিহতরা হলেন-কাট্টলী বড় কালিবাড়ি এলাকার দীরেন্দ্র নাথের স্ত্রী সন্ধ্যা রাণী (৭০) ও সাতকানিয়া উপজেলার দেওয়ান মাহমুদের ছেলে মোস্তাক আহমদ (৪৫)।সন্ধ্যা রাণী কাট্টলী বড় কালিবাড়ি এলাকায় ‘নেশাগ্রস্ত যুবক’ সত্যজিতের (৩৫) বটির কোপে নিহত হন এবং মোস্তাক আহমদ মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে নিহত হন।কাট্টলী কালিবাড়িতে বটির কোপে আহত আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) ও প্রবীর তালুকদার (৪০)।আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, সত্যজিত নামে এক যুবকের বটির কোপে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ওসি জসিম উদ্দিন জানান, সত্যজিত পেশায় একজন পল্লী চিকিৎসক। বিকেলে তিনি নেশাগ্রস্ত হয়ে প্রথমে তার বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তার বড় ভাইয়ের বাড়িতে তালা লাগিয়ে দেন। পরে একটি ধারালো বটি নিয়ে রাস্তায় প্রতিবেশী যাদের সামনে পেয়েছেন তাদের কোপ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ সত্যজিতকে আটক করেছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলানিউজকে বলেন, মুরাদপুরের পিলখানা এলাকার সাতকানিয়া স্টোরের সামনে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোস্তাক আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত নামে একজনকে আটক করা হয়েছে।বিজয় বসাক জানান, ওই এলাকায় আড্ডা দেওয়া নিয়ে মোস্তাক আহমদের ছেলের সঙ্গে স্থানীয় যুবকদের ঝগড়া হয়। পরে এর রেশ ধরে মোস্তাক আহমদের সঙ্গেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তাক আহমদকে ছুরিকাঘাত করে শাহাদাত।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫