‘দেবতারা গরমে কষ্ট পাচ্ছেন’ তাই মন্দিরে এসি-ফ্যান

তীব্র তাপদাহে পুড়ছে ভারতের উত্তরপ্রদেশ। সেখানকার তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি। তার ওপর রয়েছে দেশটিতে নির্বাচনের রাজনৈতিক উত্তাপ। সবমিলিয়ে হাঁসফাঁস অবস্থা। এরমধ্যে দেশটির বিভিন্ন মন্দিরের পুরোহিতদের দাবি, প্রচণ্ড গরমে দেবতাদের ভীষণ কষ্ট

লাগছে।কানপুরের মন্দিরগুলির পুরোহিতদের দাবি, মন্দিরে দেবতাদের এতটাই গরম লাগছে যে মন্দিরে থাকতে পারছেন না। তাই বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে দেবতারা এই গরমে সুস্থ থাকতে পারেন। মন্দিরে বসানো হয়েছে এসি, কুলার ও ফ্যান৷কানপুরের সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের প্রধান পুরোহিত সুরজিত কুমার দুবে জানান, ভগবানেরও গরম লাগে। তাঁরাও আর পাঁচটা সাধারণ মানুষের মতই কষ্ট

পান।তিনি আরো জানান, তাই মন্দিরের গর্ভগৃহ ঠাণ্ডা করার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে (দেবতা) হালকা জামাকাপড় পরানো হয়েছে, যাতে অতিরিক্ত ভারি জামা কাপড়ে আরও গরম না লাগে তাঁর।তবে সাধারণ ভক্তদের অভিযোগ, এই ব্যবস্থা কি

ভগবানের জন্য না পুরোহিতদের স্বার্থে? ভক্তদের আরো অভিযোগ, পুরোহিতেরা মন্দিরের মধ্যে যাতে আরামে থাকেন, তাই জনগণের দানের টাকায় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। সূত্র: ইত্তেফাক।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। যিনি ২০১৪ সালে লাক্স সুন্দরীর খেতাব পেয়েছিলেন। এরপর নাটক আর বিজ্ঞাপনের কাজ নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন। পণ্যের প্রচারে মডেল হতে গিয়েই বহুজাতিক একটি কোম্পানির কর্মকর্তা সাফায়াত আলী চয়নের সঙ্গে পরিচয় হয় মিমের। পরিচয় থেকে বন্ধুত্ব তারপর প্রেম। ছয়মাসের প্রেমের সম্পর্কে তারা ২০১৬ সালের ২৮ এপ্রিল পারিবারিক সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেন। শুরুর দিকে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু একটা সময় গিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। তারপর ২০১৮ সালে ডিভোর্সের মাধ্যমে তারা আলাদা হয়ে যান।বিচ্ছেদের পর অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পড়েন অভিনেত্রী মিম। এরপর তাকে আর নাটকে কিংবা শোবিজের কোন কাজে দেখা যায় নি। অনেকটা সময় বিরতি কাটিয়ে আবারও নাটকে ফিরেছেন এই লাক্সতারকা। প্রত্যাবর্তনের পর নিজেকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা করছেন।নাদিয়া আফরিন মিম বিডি২৪লাইভকে বলেন, মাত্র ছয়মাসের প্রেমের সম্পর্কে তাকে বিয়ে করেছিলাম। বিয়ের পর কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়। একটা পর্যায়ে আমাদের মধ্যে মতের অমিল দেখা দেয়, যা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এটা সম্ভবত বয়সের গ্যাপের কারণে। কারণ আমাদের বয়সের বেশ বড় একটা গ্যাপ ছিল। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম।তিনি আরও বলেন, এখন নতুন করে আবারও কাজে ফিরেছি। এখন কাজ নিয়েই থাকতে চাই। নিজেকে আবার নতুন করে সাজিয়ে সুন্দরভাবে সবার সাথে কাজ করতে চাই। ডিভোর্সের পর একটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম তাই শোবিজ থেকে অনেকটা দূরে ছিলাম। কার সাথে যোগাযোগ করিনি। অনেক ডিপ্রেসড ছিলাম।সম্প্রতি করা কাজ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল নতুন একটা ঈদের কাজ করলাম। সর্দার রোকন পরিচালিত এই নাটকটির নাম ‘প্রিয়ন্তী’। এখানে আমার সাথে রয়েছেন নাঈম ভাই। খুব সুন্দর একটি কাজ হয়েছে। এর আগে গত মাসের শেষের দিকে রাশেদা আক্তার লাজুকের নির্দেশনায় একটি নাটকের কাজ করেছি। বিরতির পর এটাই ছিল আমার প্রথম কাজ। এখন কাজে মনযোগী হতে চাই।প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট জয় করে নেন নাদিয়া মিম। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি ও ১০ লাখ টাকার চেক। শোবিজে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে নিজের অবস্থান করে

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫