এমন চলতে থাকলে দেশে আগুন জ্বলে যাবে: জেএসডি সভাপতি

বাংলাভূমি ডেস্ক ॥
কৃষি ও খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘তারা কি ভুলে গেছেন তাদের পূর্বপুরুষ কী ছিল?’

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানের ন্যায্যমূল্যের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মন্ত্রীরা কি ভুলে গেছেন তাদের বাড়ি কোথায় ছিল? তাদের পূর্বপুরুষ কি ছিল? এ সরকার বুঝতে পারছে না। যদি এমন চলতে থাকে তাহলে দেশে আগুন জ্বলে যাবে। কৃষকদের ন্যায্যমূল্য দেয়া হচ্ছে না। কৃষকরা যদি একবার ক্ষেপে যায় তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা বলেন, বঙ্গভবনে, গণভবনে, সচিবালয় ফসল উৎপাদন হয় না। উৎপাদন হয় খেতে খামারে আর সেই উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশ চলবে কীভাবে? দেশের মানুষ বাঁচবে কীভাব? কৃষক না বাঁচলে দেশ থাকবে না, দেশের জনগণ বাঁচবে না। আমার মনে হয় এ সরকার পাগল হয়ে গেছে। যার কারণে ধানের ন্যায্যমূল্য দিচ্ছে না।’

‘অথচ যারা ব্যাংক লুট করছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা ঋণখেলাপি তাদের সরকার সুযোগ দিচ্ছে। আর যারা উৎপাদন করে আমাদের খাওয়ায় সেই কৃষকদের ভর্তুকি তো দিচ্ছেই না; বরং ফসলের দাম কমিয়ে দিয়ে তাদের আরও মারার বুদ্ধি করছে,’ যোগ করেন রব।

বর্তমানে সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন না করলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে না। দেশেও গণতন্ত্র ফিরবে না। তাই আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করিয়ে দেশটাকে নতুন করে গড়তে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫