স্পোর্টস ডেস্ক ॥
বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার। তার বিরুদ্ধে খেলতে অস্বস্তিবোধ করেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম একশ উইকেট নেওয়ার রেকর্ডও পুড়েছেন নিজেদের ঝুলিতে। ব্যাটসম্যানদের কাছে তাই এখন এক আতঙ্কের নাম রশিদ খান।
তবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল মনে করেন, রশিদকেও আটকানো সম্ভব। তিনি বলেন, ‘সে (রশিদ) সত্যিই অনেক কঠিন বোলার। আমার খেলা স্পিনারদের মধ্যেই সে অন্যতম কঠিন বোলার। কিন্তু আমার মনে হয় এখন আমি ওকে মারতে পারবো। সে এবং সুনীল নারাইন তারা দুজন এমন বোলার, যাদের আপনি হয়ত আটকে দিতে চাইবেন। কিন্তু তারা এমন একটি বল করে দিবে যা আপনাকে পরাস্ত করে ফেলবে।’
সামনেই বিশ্বকাপ। এ বিশ্বকাপেও ব্যাটম্যানদের আতঙ্কের নাম হবেন রশিদ খান। এবারের আসরেও বল হাতে আলো ছড়াবেন তিনি, এমনটাই মনে করছেন অনেকে।
তবে ম্যাক্সওয়েল ব্যাটসম্যানদের বাতলে দিলেন রশিদ খানকে আটকে দেওয়ার উপায়। তার মতে, আফগান লেগস্পিনারের উপর চাপ প্রয়োগ করে তাকে বাধ্য করতে হবে লাইন-লেন্থ বদলাতে।
ম্যাক্সওয়েলের ভাষায়, ‘আমার জন্য, মনে হয় না সে আমাকে খুব সহজে আউট করে ফেলবে। আবার আমি তার বিরুদ্ধে অনেক রান করে ফেলবো সেটাও না। আপনাকে হয় তাকে মারতে হবে নয়ত আটকে দিতে হবে। তাদের উপর চাপ তৈরি করতে হবে যাতে তারা নিজেদের লাইন-লেন্থ বদলে ফেলতে বাধ্য হয়। আমার মনে হয় আমি বিগ-ব্যাশে তার বিরুদ্ধে এটা করতে পেরেছি।’