স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: হায়েনার দলগুলো সাধারণ মানুষের রক্ত শোষণের জন্য ঘোরা-ফেরা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি আরও বলেন, সাধারণের শক্তি সবচেয়ে বড় শক্তি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজীপুরের কথা উল্লেখ করে বলেন, এই গাজীপুরেই প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মেদের জন্ম, এখান থেকেই মুক্তিযোদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে উঠে। এই গাজীপুর থেকেই সাধারণ মানুষদের পক্ষে লড়াই করতে হবে।
গতকাল বুধবার গাজীপুর মহানগরের রাজবাড়ী ফুলস্টপ লাউঞ্জে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: রাতুল সরকারের তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল, লুৎফুন্নাহার লুনা, মাহফুজুর রহমান খান, আতাউল্লাহ সহ আরও অনেকে।
এ সময় ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মো: শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত সংগঠনের ঢাকা কলেজের আহ্বায়ক সম্রাট হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শাকিলুজ্জামান হোসেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তুহিন ফারাবি, বাংলা কলেজের যুগ্ম আহ্বায়ক মো: সোহেল আহম্মেদ প্রমুখ।
প্রসঙ্গত, গাজীপুর জেলা ইফতার ও দোয়া মাহফিলে ডাকসুর ভিপি নূরুল হক নুরের আসার কথা থাকলেও বগুড়ায় ছাত্রলীগের হামলায় অসুস্থ থাকায় তিনি আসতে পারেন নি।