কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও মাদের নিয়ে কমপ্লেক্সের চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সম্মেলন কক্ষে গিয়ে র্যালিটি আলোচনা সভায় মিলিত হয়।
কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় মায়েদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. সানজিদা পারভীন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, মাতা-পিতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।