স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ “আমাদের শহর আমরাই রাখিবো নিরাপদ”এই প্রতিপাদ্য বিষয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম মহানগরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদের নেতত্বে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম গাজীপুর প্রেসক্লাব রথখোলা রোড থেকে শুরু হয়ে শহীদ বরকত স্টেডিয়ামের প্রাঙ্গন সহ মহানগরের বেশ কয়েকটি স্থানে ডেঙ্গু মশা নিধনে স্প্রে মেশিনের মাধ্যমে ঔষধ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জয়দেবপুর জকী স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম মাসুম, কাজী আশরাফ রকিব, নাজমুল ইসলাম মুজাহিত, নাজমুল হাসান তমাল, সারোয়ার কামাল সহ মহানগরের শিক্ষক সাংবাদিক সহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সাধারণ মানুষ সচেতন হয়ে প্রত্যেকে যার যার ঘরের আঙ্গিনা পরিস্কার রাখে তবে বর্তমান সময়ের মরণ ব্যাধি ডেঙ্গু মশা রক্ষা পাওয়া যাবে।