স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশে এইচআইভি ও এইডস ঝুঁকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য উন্নত যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষা নিয়ে রোববার গাজীপুরে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস এ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর সংযোগ প্রকল্পের আওতায় জেলায় কার্যক্রম বাস্তবায়নের তথ্য তুলে ধরা হয় এতে।
জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিএসটিসির জেলা সমন্বয়কারী প্রিয় দর্শন মন্ডল এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক লাজু শামসাদ হক, যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক এস এম ইমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন প্রমুখ।
বক্তারা বলেন, এইডস আক্রান্ত ব্যক্তির সাথে অনিরাপদ বা কনডম বিহীন যৌন মিলনের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির রক্ত নেয়ার মাধ্যমে, ব্যবহৃত সিরিঞ্জ ও সেভ করা ব্লেড, শল্যকাজে ব্যবহৃত যন্ত্র জীবাণুমুক্ত না করে পুনরায় ব্যবহারের দ্বারা এই মরণব্যাধির বিস্তার ঘটে। একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থাই এর সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে। তাই এ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম অব্যহত থাকা দরকার। সংযোগ প্রকল্পের মাধ্যমে জেলায় সফলভাবে এ কার্যক্রম চলছে। তা অব্যাহত থাকা অত্যন্ত জরুরি।