কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় উপজেলার ১০টি স্বনামধন্য বিদ্যালয় অংশ গ্রহণ করে।
জানা যায়, ওইদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুল, ভাষা শহীদ আব্দুল জাব্বার আনসার ভিডিপি স্কুল, বেগম সুফিয়া মডেল হাই স্কুল, গোলামনবী পাইলট মডেল হাই স্কুল, আক্কেল আলী হাই স্কুল, মেছের আলী হাই স্কুল, কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম। প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।