খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
বৃহস্পতিবার উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম এ মাননান বীরগঞ্জ কলেজ পরিদর্শনে আসলে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপাচার্য বীরগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং আগামী সেশন থেকে অত্র কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্য্যালয়ের আওতায় এমবিএ প্রোগ্রাম চালু করার ঘোষণা দেন।
উপাচার্য বলেন, এ অঞ্চলের শিক্ষর্থীদের উচ্চ শিক্ষার জন্য বীরগঞ্জ কলেজ একটি অন্যতম তাই উক্ত কলেজে এমবিএ প্রোগ্রাম চালু হলে প্রত্যন্ত অঞ্চলের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন হবে।
এসময় উপস্থিত ছিলেন উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণযোগাযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম সিকদার, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ওয়াহেদুজ্জামান আহম্মেদ, উপ-আঞ্চলিক পরিচালক মোঃ মকছেদার রহমান, বীরগঞ্জ সরকারি কলেজে স্টাডি সেন্টারের সমন্বয়কারি সহকারি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, সহকারি অধ্যাপক মোঃ মকবুল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, প্রভাষক আলহাজ্ব মোঃ রেজাউল করিম, প্রশান্ত কুমার সেন, খাজা রাহেলা আক্তার, ওয়ালিউর রহমান, সবিতা রানি রায়, মাহবুব-উল-আলম মজুমদার লেলিন, আল-মামুন, সবিত রানি রায়, ছাব্বির রায়হান সুজন, আসাদুজ্জামান ও মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।