বারি’তে গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তিসমূহের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগ ও সবজি বিভাগ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার চলমান গবেষণা কর্মসূচি ও সাম্প্রতিককালে উদ্ভাবিত প্রযুক্তিসমূহের উপর একটি মাঠ দিবস ও কৃষক সমাবেশ বারি’র কীটতত্ত্ব বিভাগের ১নং গবেষণা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবস ও কৃষক সমাবেশের উদ্বোধন করেন। বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার তাইওয়ানের গ্লোবাল প্ল্যান্ট ব্রিডিং লিড সায়েন্টিস্ট ড. পিটার হ্যানসন ও বারি’র সাবেক পরিচালক ড. সৈয়দ নূরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, গাজীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুব আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকার।

এছাড়াও অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বীজ ও কীটনাশক কোম্পানীর প্রতিনিধি এবং কৃষকসহ প্রায় ১৫০ জন মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ কীটতত্ত্ব বিভাগের গবেষণা মাঠ, গবেষণাগার ও জাদুঘর পরিদর্শন এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

মাঠ দিবস ও কৃষক সমাবেশের উদ্বোধনকালে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ বলেন, বর্তমান সরকারের চাওয়া হচ্ছে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাবার। এটি আমাদের নিশ্চিত করতে হবে। কৃষিতে আমরা এখন বাণিজ্যিকরণের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ফসলের পোকা-মাকড় দমনে কৃষকেরা সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার না করার কারণে এটা এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। তাই দেশের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ফসলের পোকা-মাকড় দমনে আমাদের জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫