আন্তর্জাতিক ডেস্ক ॥
দিনেরবেলায় ভারতের গুজরাটের মাধবপুর গ্রামে একটি সিংহ ঢুকে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কের কোথাও রাখা সাইকেল, আবার কোথাও মোটরবাইক দাঁড় করিয়ে গল্প করছেন স্থানীয়রা। হঠাৎ লোকজনের মাঝখান দিয়ে আচমকাই দৌড়ে চলে যায় একটি সিংহ!
স্থানীয়দের বরাতে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে সোজা লোকালয়ে ঢুকে পড়েছিল সিংহটি। আর সে দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সুশান্ত নন্দ।
তবে ওই সিংহটি আসলে সিংহী ছিল। লোকজনকে রীতিমতো ভয় পাইয়ে দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে দৌড়ে চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান সবাই। পালিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকে। রাস্তার ধারের পাঁচিলের অন্যপ্রান্তে থাকা লোকজন আবার মোবাইল বের করে ভিডিও করারও চেষ্টা করেন।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।