স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পাইনশাইল এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়েছে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর।
সোমবার গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মির্জাপুর পাইনশাইল এলাকার ৫টি এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় ও ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ইটভাটা গুলোর মধ্যে- কাঁচারস ব্রিকস, ৭৭৫ ব্রিকস, মোল্লা ব্রিকস, মোল্লা ব্রিকস এন্ড কোং, ডগরী ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া এ অভিযানে র্যাব-১, গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।