আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: যুবলীগকে হতে হবে নম্র-ভদ্র ও বিনয়ী। তাদেরকে হতে হবে সাধারণ মানুষের সেবক, মেহনতী মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর। বঙ্গবন্ধু ও বঙ্গতাজ দেশপ্রেমের যে উদাহরণ রেখে গেছে আমি আশা করি আমার যুবলীগের প্রতিটি নেতাকর্মী তা বুকে ধারণ করে কাজ করবে। তবেই তারা হবে বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর। এসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় যুবলীগকে সচেষ্ট থাকার আহবান জানান।
সোমবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুব উদ্দিন আহাম্মেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় বরেণ্য অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, এই নেতৃত্বের গুণে বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছেন এবং জননেত্রী শেখ হাসিনার গুণে একটি উন্নত, সমৃদ্ধশালী ও সুখি বাংলাদেশের দ্বারপ্রান্তে দাড়িয়েছি। তিনি আরো বলেন, যুবলীগকে সঠিক নেতৃত্বের মাধ্যমে মানবিক কাপাসিয়া গড়তে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এস.এম আলতাব হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সহসভাপতি মোঃ সেলিম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া প্রমুখ।
পরে সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক রাজিব ঘোষ নির্বাচিত হন। তার আগে সকালে সিমিন মোসেন রিমি উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা এবং করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কমিটির সাথে প্রচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।