ভালুকা প্রতিনিধি ॥
ময়মনসিংহ: ভালুকা উপজেলাধীন হাজীর বাজার এলাকায় রহমতে আলম একাডেমী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান খানের পরিচালনায় দিনব্যাপী ২৬তম ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এজাদুল হক পারুলের সভাপতিত্বে কো-অপ্ট সদস্য শাহাবুদ্দিন কুমার শাহিনের উপস্থাপনায় ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য, সাবেক সদস্য, আওয়ামী নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুশৃঙ্খলভাবেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।