স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশে করোনা ভাইরাসে মা-বাবা হারিয়ে যাওয়া এতিম শিশুদের দায়িত্ব নিতে চান মাওলানা এম এ করিম ইবনে মছব্বির।
যে সকল মুসলিম, হিন্দু, অনাথ, এতিম শিশুদের বাবা-মা মারা গেছেন, তাদের কে লালন পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
মাওলানা এম এ করিম বলেন, মহান আল্লাহ্’র অধম বান্দা হিসেবে দুনিয়ায় যতদিন জীবিত থাকবো ততদিন ভালো কাজ করে যাব। সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল অনাথ, এতিম শিশুদের লালন পালনে আমার জীবন উৎসর্গ করবো।
মাওলানা করিমের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এলাহান উদ্দীন বলেন, করোনা ভাইরাসে অনাথ এতিম শিশুদের খোঁজ পেলে তাদের পরিচিত যে কেউ যেন আমার সেলফোন নাম্বার ০১৭৮০-৬৯৬৯৬৯ এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা গেল।