স্টাফ রিপোর্টার ॥
হাসপাতালে রোগীরা আসে চিকিৎসা নিতে। অসুখ-বিসুখ মানুষকে বলে আসে না। একজন রোগী অসুস্থ হলে তিনি হাসপাতালে আসেন বা তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। এই চিকিৎসা নিতে আসা রোগীদের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা চুরি করা হচ্ছে একদল চক্রের মূল টার্গেট।
দেখে বোঝার কোন উপায় নেই যে তারাই সেই চক্র। ১৬বছর বয়সী মেয়ে এবং তার মামী জোসনা বেগম (৫০) দেখে মনে হবে তারাও চিকিৎসা নিতে এসেছে। কিন্তু তাদের উদ্দেশ্য অন্যটা। হাসপাতালের টিকিট কাউন্টারে টিকিট কাটতে আসা রোগীদের সাথে তারা মিশে যায়। অত: পর তারা ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি শুরু করে। কৌশলে ভিড়ের মাঝে দাড়ানো মহিলাদের গলা থেকে চেইন টান দিয়ে নিয়ে জোসনা। পরে চোখের নিমিষেই সেটা দিয়ে দেয় ভাগনির কাছে সেটা নিয়ে সটকে পড়ে ভাগনি। এটাই তাদের পেশা হয়ে দাড়িয়েছে।
গতকাল রোববার এভাবেই চেইন হাতিয়ে নেয়ার সময় তাদের দুজনকে হাতেনাতে আটক করে মুক্তাগাছা থানা পুলিশ। এসময় হাসপাতালে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে যায়।
স্থানায়ীরা জানায়, আটককৃতদের একাধিকবার তারা এ হসপিটালে দেখেছে। কিন্তু তারা যে চুরির সাথে জড়িত ছিলো এটা স্থানীয়রা বুঝতে পারেনি।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, তারা প্রায়সমই এই কৌশলে রোগীদের গলা থেকে চেইন চুরি করে। এরা দুজনেই ব্রাক্ষণবাড়িয়া জেলার, এদের বিরুদ্ধে এজাহার দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।