স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করলেন এলাহান উদ্দিন এবং সাইফুল ইসলাম শোভন। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটিতে ২ জন উপদেষ্টা ও ৩ জন কেন্দ্রীয় সদস্য নিয়োগ দেন।
আজ সোমবার (৬ জুলাই) গঠনতন্ত্রের ধারা ১২ এর উপধারা ৩ মোতাবেক এই ৫ জনকে নিয়োগ দেন তিনি।
এছাড়াও নিয়োগ প্রাপ্ত উপদেষ্টা হচ্ছেন- অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সাবলু (রংপুর) এবং আনিসুল ইসলাম মন্ডল (রংপুর)। নিয়োগ প্রাপ্ত সদস্যরা হচ্ছেন- সাইফুল ইসলাম শোভন (মুন্সিগঞ্জ), মীর সামসুল আলম লিটন (জামালপুর) এবং এলাহান উদ্দীন (লালমনিরহাট)। এই নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ প্রাপ্ত সদস্য এলাহান উদ্দিন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র ব্যক্তিগত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং সাইফুল ইসলাম শোভন ব্যক্তিগত যুব বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করে আসছিলেন।
এছাড়াও এলাহান উদ্দিন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট, নিরাপদ শহর চাই এর চেয়ারম্যান এবং হোস্টকোডিং করর্পোরেশনের সিইও।
তরুণ নেতা সাইফুল ইসলাম শোভন নিরাপদ শহর চাই এর সেক্রেটারী এবং পেশায় ব্যবসায়ী।