বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ‘নিবাস’ মুজিব শতবর্ষ উপলক্ষে বুধবার নীলফামারীর ডিমলায় ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডাঙাপাড়া গ্রামে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের অনুকূলে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রদানকৃত ৪০টি ও খগা খড়িবাড়ী ইউনিয়নের নিজস্ব অর্থায়নে ১টি মোট ৪১টি গৃহহীনদের গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৪০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।