মোঃ রায়হান করিম
পাগলা থানা প্রতিনিধি ॥
ময়মনসিংহ: ‘মানবাধিকার সুরক্ষায়, তারুণ্যের অগ্রযাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে প্রস্তাবিত গফরগাঁও উপজেলার পাগলা থানার উদ্যোগে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাগলা প্রেসক্লাব চত্বরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ ও থানা মানবাধিকার কমিটির উপদেষ্টা শাহিনুজ্জামান খানের নেতৃত্বে একটি র্যালী থানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাগলা প্রেসক্লাবের চত্বরে গিয়ে শেষ হয়।
পাগলা থানা মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলার শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান রোকছানা খাতুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম জিল্লুর রহমান, লুৎফর রহমান রানা, আল-আমিন, আশিক ই মোস্তফা, ইলিয়াস ঢালী, হাসান মাহমুদ, রায়হান করিম প্রমুখ।