এফপিএবি’র শহীদ ময়েজউদ্দিন পদক পেলেন ৫ গুণীজন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এ বছর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি’র শহীদ ময়েজউদ্দিন পদক পেলেন ৫ গুণীজন। তারা হলেন কক্সবাজারেরর অ্যাড. আয়াছুর রহমান, দিনাজপুরের আবদুস সামাদ, খুলনার অ্যাড. এনায়েত আলী, ফরিদপুরের আ খ ম নূরুল ইসলাম (মরণোত্তর) ও বরিশালের হাসিনা নজরুল (মরণোত্তর)।

আজ সোমবার (২১ আগস্ট) দেশের পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে এফপিএবি’র এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এসব গুণীজন ও তাদের পরিবারের হাতে এ পদক তুলে দেন।
অনুষ্ঠানে এফপিএবি’র সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির পিতা শহীদ ময়েজউদ্দিন ছিলেন এফপিএবি’র সাবেক মহাসচিব। সেই বরেণ্য ব্যক্তি শহীদ ময়েজউদ্দিন স্মরণে এফপিএবি এ পদক প্রদান করে থাকে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫