‘সম্মান না থাকলে, ভালোবাসার মূল্য নেই’ বিচ্ছেদের পরে সুস্মিতার এমন পোস্ট কেন

বিনোদন ডেস্ক:
মুম্বই: রোহমান শলের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita sen)। বিচ্ছেদের পর থেকেই ভালোবাসা ও সম্পর্ক নিয়ে নানা রকমের রহস্যময় পোস্ট শেয়ার করছেন অভিনেত্রী যেগুলি নেটিজেনদের মধ্যে নানা রকমের জল্পনা তৈরি করেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন সুস্মিতা। সেখানে তিনি বলেন, ভালোবাসার থেকে সম্মানকে তিনি অনেক বেশি গুরুত্ব দেন।

ইনস্টাগ্রামে এই কথপোকথনের সময়ে এক অনুরাগী সুস্মিতাকে (Sushmita sen) জিজ্ঞাসা করেন, তাঁর কাছে সম্মান-এর সংজ্ঞা কী? এর উত্তরে সুস্মিতা বলেন, “সম্মান আমার কাছে সবকিছু। ভালোবাসারও উপরে আমি সব সময়ে সম্মানকে রাখি। কারণ ভালোবাসা তুমি গভীর ভাবে অনুভব করতে পারো। আবার এই ভালোবাসাতেই আবার ভেঙে পড়তে পারো। সিনেমা ও বইয়ের ব্যবসার দুনিয়ায় অবাস্তব ভালোবাসার যাত্রা দেখানো হয়, যেখানে দায়িত্ব নেই, যেখানে সমস্যা নেই।”

এই বিষয়ে সুস্মিতা(Sushmita sen) আরও বলেন, “যেখানে কোনও সম্মান নেই, সেখানে ভালোবাসার কোনও মূল্য় নেই। সম্মান থাকলে, ভালোবাসা আসবে, যাবে। ভালোবাসা ব্যক্ত করার জন্য দ্বিতীয় সুযোগ পাওয়া যায়। কিন্তু শুধু ভালোবাসাকেই গুরুত্ব দিলে বেশিদিন স্থায়ী হয় না। যেখানে শ্রদ্ধা, সম্মান নেই, সেখানে ভালোবাসার মানে নেই। সম্মান আমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ।”

২০১৮ সাল থেকে কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। বলিউডের চর্চিত যুগলদের মধ্যে তাঁরা ছিলেন অন্যতম। প্রায়ই একসঙ্গে ভিডিও বা ছবি শেয়ার করতেন তাঁরা। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা ও রোহমান। সম্পর্কে ভাঙনের খবর দিতে সুস্মিতা একটি পোস্টে লেখেন, “আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।”

প্রসঙ্গত, কাজের দিক থেকে সুস্মিতাকে (Sushmita sen) সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ আর্য ২-তে দেখা গিয়েছে। তাঁর অভিনয়ের প্রশংসা করে অভিনেতা সলমন খান একটি পোস্টও করেছেন। সলমন লেখেন, “আরে সুশ, তোমায় কি ভালো লাগছে। দারুণ হয়েছে। সুস্মিতা সেন তোমার জন্য খুব খুশি।” এই ওয়েবসিরিজে ভালো সাড়া পেয়েছেন সুস্মিতা।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫