মো. মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে গভীর শ্রদ্ধায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে, রাতের প্রথম প্রহরে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার সকল উপজেলা একযোগে পুস্পার্ঘ অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম। পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম কর্মি এবং সর্বস্তরের জনতা এই বীর শহীদদের শ্রদ্ধা জানান।
এছাড়াও জেলার বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলা প্রসাশন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ গণমাধ্যম কর্মিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাচিব এর সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর বিরু প্রায় ২ হাজার দলীয় নেতা কর্মি নিয়ে সোনারগাঁও উপজেলা শহীদ মিনারে এ পুস্পার্ঘ অর্পণ করেন।