১০১ অ্যাপে স্পাইওয়্যার ছড়িয়েছে হ্যাকাররা

বাংলাভূমি ডেস্ক:
সম্প্রতি অ্যান্টিভাইরাস সংস্থা ডক্টর ওয়েবের নজরে এসেছে এমন ১০১ অ্যাপ যেগুলোতে স্পাইওয়্যার রয়েছে। হ্যাকারদের জন্য কোনো ডিভাইস সুরক্ষিত রাখার উপায় নেই। বিভিন্নভাবে আপনার স্মার্টফোনে নজরদাঁড়ি চালাচ্ছে সবসময়। চুরি করছে নানান তথ্য, ফাইল, ছবি। এরপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা হয় ব্যবহারকারীকে।

স্পাইওয়্যার হলো একটি কম্পিউটার সফটওয়্যার, যা ব্যবহারকারীর অজান্তেই তার ল্যাপটপ বা কম্পিউটার এ ইনস্টল হয়ে যায় এবং কম্পিউটার ব্যবহারকারীর উপর নজরদারি করে। এটার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে।
বিশেষজ্ঞরা স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করছেন এসব অ্যাপ ব্যবহারে। এরই মধ্যে এই অ্যাপগুলো ৪২ কোটির বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার মডিউলে মিনি গেমের আড়ালে, অ্যান্ড্রয়েড স্পাইস্পিনওকে নামের এই স্পাইওয়্যারকে বিপণন সফটওয়্যারের মোড়কে ছড়িয়ে দিচ্ছে স্মার্টফোনে।

এরপর স্পাইওয়্যার মোবাইল ফোনের ফাইল থেকে গোপন তথ্য নিয়ে সহজেই সাইবার অপরাধীদের কাছে পৌঁছে দিচ্ছে। মার্কেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটের আড়ালে গ্রাহকদের মোবাইল ফোনের উপর নজরদারি এবং সেখান থেকে ফোন নম্বর, পাসওয়ার্ডের মতো গোপন তথ্য সাইবার অপরাধীদের কাছে পাচার করছে স্পাইওয়্যার।

এই স্পাইওয়্যার সব ধরনের অ্যাপ এবং গেমের মধ্যে ঢুকিয়ে দিতে পারে ডেভেলপাররা। এমনকি গুগল প্লে-স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, তার মধ্যেও এই স্পাইওয়্যার পেয়েছেন তারা। হ্যাকাররা স্পিনওকে মডিউলের এমন ডিজাইন করা হয়েছে, যা দেখে ব্যবহারকারীরা খুব সহজেই আকৃষ্ট হবেন। কারণ এখানে বিভিন্ন মিনি গেম, একাধিক টাস্ক এবং পুরস্কারের টোপ দিয়ে রেখেছে। যা দেখে সাধারণ অ্যাপ মনে করেই ডাউনলোড করবেন ব্যবহারকারী। অ্যাপ ডাউনলোড করা হলেই এই ট্রোজাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট একটি কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল (সিঅ্যান্ডসি) সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫