বাংলাভূমি ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলের চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তার। সাকিব এই মুহূর্তে কাজ করছেন নিজের ফিটনেস নিয়ে। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন তিনি।
সকাল ৯টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। তখন অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। ফিল্ডিং কোচ শেন মকডরমটের ক্লাসেই বেশির ভাগ ক্রিকেটার। তাসকিন আহমেদদের ক্যাচিং প্র্যাক্টিস করাচ্ছিলেন শেন।
খেলোয়াড়-কোচদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি চলে যান জিমে। প্রায় ঘণ্টাখানেক ওখানে থেকে সাকিব ফেরেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে। বেশ কিছুক্ষণ রানিং করেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় আঙুলে চোট পেয়েছিলেন সাকিব।
এরপর এবারই প্রথম প্রকাশ্যে অনুশীলনে ফিরলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব দলের অনুশীলন দেখতে এসেছিলেন মঙ্গলবার। সেদিন হেড কোচ হাথুরুসিংহের সঙ্গে মিনিট পাঁচেকের আলাপও করেন তিনি। এরপর মাঠ ছেড়ে যান। আগামী ১৪ জুন থেকে মিরপুরে আফগানদের বিপক্ষে টেস্ট হবে।
এরপর জুলাইয়ের ৫ তারিখ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে, ওই সিরিজে খেলার কথা সাকিবের।