দৈনিক বাংলাভূমি ডেস্ক:
বিশ্বে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর কমছে এনালক সিস্টেম। অনলাইন-মাল্টিমিডিয়া নির্ভরতা বাড়ছে। কমে যাচ্ছে ছাপা পত্রিকা। বিশ্বের অনেক বহুল প্রচারিত নিউজ পেপার বন্ধ হয়ে গেছে। আর সামাজিক মাধ্যমে বাড়ছে মানুষের আগ্রহ। সবার হাতে হাতে এখন স্মার্ট ফোন। মানুষের এখন আর টিভি সেটের সামনে বসে থাকতে আগ্রহী নয়। চলতে-পিরতে হাতের মোবাইলে সব ধরণের বিনোদন উপভোগ করছে। বিশ্বব্যাপী সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে সামাজিক মাধ্যম।
বিশ্বের মোট জনসংখ্যার ৬৪ ভাগের বেশি তথা ৫০০ কোটির বেশি মানুষ সক্রিয়ভাবে সামাজিক মিডিয়া ব্যবহার করে বলে এক জরিপে বলা হয়েছে।
ডিজিটাল পরামর্শক প্রতিষ্ঠান কেপিয়সের সর্বশেষ জরিপে বলা হয়েছে, গত বছরের তুলনায় বর্তমানে সামাজিক মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৩.৭ ভাগ বেড়েছে।
জরিপে বলা হয়, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫.১৯ বিলিয়ন। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.৪ ভাগ লোক সামাজিক মিডিয়া ব্যবহার করে।
তবে অঞ্চলভেদে ব্যবহারকারীর সংখ্যায় পার্থক্য আছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় প্রতি ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক মিডিয়া ব্যবহার করে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে প্রতি তিনজনে একজন এটি ব্যবহার করে।
এদিকে সামাজিক মিডিয়া ব্যবহারের সময় দিনে দুই মিনিট থেকে বেড়ে দুই ঘণ্টা ২৬ মিনিটে দাঁড়িয়েছে। তবে এখানেও ব্যাপক বৈষম্য রয়েছে।
ব্রাজিলের লোকজন দিনে যেখানে তিন ঘণ্টা ৪৯ মিনিট সামাজিক মিডিয়ায় ব্যয় করে, সেখানে জাপানিরা করে এক ঘণ্টারও কম।
সামাজিক মিডিয়ার গড়পড়তা ব্যবহারকারীরা সাতটি প্লাটফর্ম ব্যবহার করে।
সবচেয়ে প্রিয় অ্যাপসের মধ্যে মেটার রয়েছে তিনটি : হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও ফেসবুক।
চীনের রয়েছে তিনটি অ্যাপস : উইচ্যাট, টিকটক এবং এর স্থানীয় ভার্সন দোইয়ন।