দৈনিক বাংলাভূমি ডেস্ক:
পুরান ঢাকার ধোলাইখাল পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে আহত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
ধোলাইখালে আজ শনিবার বেলা ১২টার দিকে পুলিশের পিটুনির শিকার হন গয়েশ্বর। সেখান থেকে পুলিশ তাঁকে তুলে নেয়। ডিবি কার্যালয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গয়েশ্বরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকার চারটি প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টার দিকে ধোলাইখালে জড়ো হয়েছিলেন দলের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা স্লোগান দিচ্ছিলেন। আধা ঘণ্টা পর পুলিশ তাঁদের ধাওয়া দেয়। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়া দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস (টিয়ারগ্যাস) ছুড়তে দেখা গেছে।
গয়েশ্বর চন্দ্র রায় এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বিএনপির নেতা-কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।
