ভ্রাম্যমান প্রতিনিধি
জামালপুর ইসলামপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছ। উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে আটায় দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে কেক কেটে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বিকাল চার টায় বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ইসলামপুর উপজেলা শাখার কার্যালয় থেকে আনন্দ র্মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থানে সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা মোড়ে এসে শেষ হয় ।
এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার,সহ সভাপতি আরিফ হোসেন (বাবু) মোবারক হোসেন, রিপন মিয়া,ছামিউল হক লাভলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি নারায়ন কর্মকার, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার উপ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল সহ প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় ।