তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুর: কাপাসিয়া উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিন দিন (১২—১৫ মে) ব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে ১২ মে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রনিতা ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলার সকল দফতরের দফতর প্রধানগণ।