স্টাফ রিপোর্টার:
গাজীপুর: গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৩ মে মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা শাখার সচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত এক পত্রে এ খবর জানা যায়।
এর আগে দৈনিক বাংলাভূমি পত্রিকা ও গ্রামবাংলা নিউজে শামীমের দুর্ণীতি ও অনিয়ম নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এ সকল সংবাদের ভিত্তিতে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্টে অপরাধ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলারও সিদ্ধান্ত হয় বলে পত্রে উল্লেখ করা হয়েছে।