কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকায় গত ২০ মার্চ দিবাগত রাত সাড়ে আটটার দিকে সজিব রাইহান (৪০) নামে এক মাটির ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত সজীব রায়হান উপজেলর বোয়ালী ইউনিয়নের গাবচালা গ্রামের মোস্তাফিজুর রহমানের একমাত্র পুত্র। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। আটককৃত মিজানুর রহমান (৪৫) দিনাজপুর জেলার বিরামপুর থানার মহেশপুর গ্রামের মিরাজ হোসেনের পুত্র ও বগুড়া জেলার শেরপুর থানার হাট গাড়ি গ্রামের আসাদুল শেখের পুত্র সোহেল রানা (২৩) এবং স্থানীয় জনতা রয়েল নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করলেও কালিয়াকৈর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের পর রয়েলকে ছেড়ে দেয় বলে জানিয়েছেন নিহত সজীব রায়হানের বোন সীমা আক্তার। সিমা আক্তার আরো বলেন রয়েল এবং তার ভাই সজীব হত্যাকাণ্ডের সময় একই সাথে ছিলেন এবং ঘটনার বেশ কিছু সময় পর রয়েল স্থানীয় জনতাকে ডেকে এনে বিষয়টি অবহিত করেন। নিহত সজীব রায়হানের স্ত্রী শারমিন আক্তার ও তার একমাত্র বোন সীমা আক্তার বলেন, মাটির ব্যবসা কে কেন্দ্র করে ব্যবসায়িক পার্টনার রয়েল এবং শফিকুল এর সাথে মনমালিন্য চলে আসছিল। ঘটনার দিন দুপুর দুইটার দিকে ব্যবসার কথা বলে সজীব রায়হান বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার ব্যবসায়িক পার্টনার রয়েল এর সাথে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাটুরিয়া চালা এলাকার নির্জন স্থানে গেলে চলন্ত মোটরসাইকেলে ছয় থেকে সাত জন হামলা করে বলে নিহত সজীব রায়হানের পরিবার জানায়। নিহতের স্ত্রী শারমিন আক্তার আরো বলেন, তার স্বামীকে রয়েল এবং শফিকুল সহ তাদের লোকজনেরাই পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
এদিকে কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ জাফর আলী খান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষয়টি ডাকাতি সম্পর্কিত ঘটনা এ ব্যাপারে দুজনকে আটক করা হয়েছে এবং এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত সজীব রায়হানের ১০ এবং ৫ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। এদিকে নিহতের মরদেহ তার বাড়িতে পৌঁছালে পরিবারের আর্তনাদ ও কান্নায় চারিদিকের আকাশ ভারী হয়ে ওঠে।