* আবহাওয়া অনুকুলে থাকলে অতিক্রম করবে লিচুর ফলনের লক্ষ্যমাত্রা
* চীন ও ইংল্যান্ডে লিচু রপ্তানিতে বিরল কৃষি বিভাগের নিবিড় তত্বাবধান
দিপংকর রায়, দিনাজপুর ব্যুরো
স্বাদ আর গুনে অনন্য ও প্রসিদ্ধ লিচুর ভান্ডার দিনাজপুরে এবার বাম্পার ফলনের সম্ভবনা। গাছের প্রায় প্রতিটি ডালে ঝুলছে সদ্য মুকুল থেকে আসা থোকায় থোকায় লিচুর কড়ি। বিগত কয়েক বছরের তুলনায় থোকায় লিচুর কড়ির সংখ্যা তুলনামূলক অনেক বেশি, আবহাওয়া অনুকূলে থাকলে অতিক্রম করবে লক্ষ্যমাত্রা। বাগানের এই লিচু পরিপূর্ণ পরিপক্ক হতে সময় লাগবে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত। তাই স্বাদে ও গুনে অতুলনীয় পরিপক্ক লিচু বাজারে মিলবে
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। বোম্বাই ও মাদ্রাজী লিচু প্রথম বাজারে আসলেও পর্যায়ক্রমে বাজারে মিলবে বেদনা,কাঠালি ও চায়না ৩ সহ অন্যান্য জাতের লিচু। জেলায় ৫ হাজার ৫২০ হেক্টর জমির মধ্যে অর্ধেক প্রায় ২ হাজার ৫শ ৫৮ হেক্টর লিচু উৎপাদন হয় বিরল অঞ্চল থেকে। প্রকৃতিও যেন এবার আশির্বাদ হিসেবে দিয়েছে সময় মত বৃষ্টি, আবহাওয়া অফিস সুত্রে পাওয়া সর্বশেষ জেলায় বৃষ্টি হয়েছে ১ মিলি মিটারের বেশি।
বিরল অঞ্চলের প্রসিদ্ধ লিচুর বাগান মাধববাটি, ভান্ডারা ও ধর্মপুরে ঘুরে দেখা যায় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লিচু বাগানিরা। বিগত কয়েক বছরের তুলনায় সূর্যের তীব্র তাপ কম থাকায় মুকুলে লিচুর পরিমান এবার বেশি। বৃষ্টিপাত কম হলেও শ্যালো মেশিন দিয়ে পানির চাহিদা সময় মতো পূরন করার চেষ্টা করেছেন বাগানিরা। দাম নিয়ে সংশয় থাকলেও আবহাওয়া অনুকুলে থাকলে তথা ঝড়ে লিচু পড়ে না গেলে। বিগত কয়েক বছরের তুলনায় বেশি লাভের সম্ভবনার আশা লিচু বাগানিদের। তবে কিছু বাগানির দাবী কিছু কিছু বাগানে ফলন কম তবে গত বারের দামের বিবেচনায় লোকসান হবে না। লিচু বাগানিরা ফলন ও চাহিদা অনুযায়ী এবার প্রতি হাজারে বোম্বাই / মাদ্রাজী লিচু ২৫শ থেকে ৩ হাজারের বেশি এবং বেদনা ও কাঁঠালি লিচু ১০ হাজারের বেশি দাম পাওয়ার আশা প্রকাশ করছেন।
বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম জানান এ বছর ৩২টি বাগান বিদেশে লিচু পাঠানোর জন্য নিবিড় ভাবে পর্যবেক্ষন ও তত্বাবধান করা হচ্ছে। গত বছর প্রায় ৩০ হাজার লিচু বিদেশে পাঠানো হয়েছিল। এ বছর লিচু রপ্তানিতে চাহিদা অনেক বেশি থাকলেও প্রাথমিক ভাবে প্রথম পর্যায়ে প্রায় ৫০ হাজার লিচু চীন ও ইংল্যান্ডের পাঠানো হবে। এছাড়াও ইউরোপের আরো কয়েকটি দেশে লিচু রপ্তানির প্রক্রিয়া চলমান। সিজনের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে রপ্তানিতে ও দেশে মৌসুমি এই ফলের
চাহিদা প্রত্যাশিত ভাবে পূরন করা সম্ভব হবে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জেলায় ৫ হাজার ৫২০ হেক্টর জমিতে লিচুর বাগান আছে ৫ হাজার ৪৫০টি। এর মধ্যে বোম্বাই লিচু ৩ হাজার ১৭০ হেক্টরে, মাদ্রাজি ১ হাজার ১৭০ হেক্টরে, চায়না থ্রি ৮০৫ হেক্টরে, বেদানা ৩১৮ হেক্টরে, কাঁঠালি ৫৬ হেক্টরে এবং মোজাফফরি লিচুর বাগান আছে ১ হেক্টর জমি।