নাগরিক জীবনে প্রতিদিন কতই না দুর্ভোগ-ভোগান্তির মুখোমুখি হতে হয়। এসব নিয়ে কথা বলার জায়গা কই? দৈনিক বাংলাভূমি’র পাবলিক ভয়েস বিভাগটি হতে চায় আপনার কথা বলার উন্মুক্ত প্লাটফর্ম। এখানে নির্দ্বিধায় আপনার সমস্যা আর অভিযোগের কথা তুলে ধরুন, খোলামেলা ভাবেই বলুন বিড়ম্বনা আর বঞ্চনার কথা। পাশাপাশি যে কোনো সামাজিক-রাজনৈতিক ইস্যুতে আপনার মতামত-পর্যালোচনাও গুরুত্বের সঙ্গে এ বিভাগে তুলে ধরা হবে। ব্যক্তি আক্রমণহীন যে কোনো বক্তব্য/মন্তব্য অবিকল ছাপানোর ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ…