নুর-আমিন ;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-
আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত সাংবাদিক ও আমার দেশ পাঠকমেলার সদস্যরা।
২৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলার পাকেরহাট শাপলা চত্তরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার ছাপাখানা নষ্ট ও পত্রিকাটি বন্ধ করে কণ্ঠরোধ করে রেখেছিল। যাতে আমার দেশ সত্য লিখতে না পারে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশোর অধিক মামলা দিয়েই ছাড়েননি,সন্ত্রাসী দিয়ে তাঁকে কোর্টে হত্যার চেষ্টাও করেছে। এরপরও আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমান অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। সেই আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচারের দাবী করা হয় মানববন্ধনে।
পাঠকমেলার সদস্যগণ বলেন-“মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কলম চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে মামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দুর্নীতিবাজদের গাত্রদাহ থেকেই এই মামলা করা হয়েছে।সাংবাদিকদের কণ্ঠরোধ করে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়।”
আমার দেশ পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজার রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন,খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম,আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম রকি,খোলা কাগজের প্রতিনিধি ফারুক হোসেন,বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুজন শেখ,মানবকন্ঠের প্রতিনিধি সাজু ইসলাম,স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সেকেন্দার আলী,ওমর ফারুক ও রুহুল আমিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের খানসামা উপজেলার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।