দিনাজপুর বুর্যো
দিনাজপুরের বীরগঞ্জে মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী ঝড়ুপাড়া গ্রামে কয়েলের আগুনে অগ্নিকান্ডে গবাদি পশু সহ ঘর পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল (রবিবার) দিবাগত রাতে মৃত বিশু মিয়ার পুত্র মকবুল হোসেন অরফে মাটিয়া বাড়িতে ঘটেছে।
অগ্নিকান্ডে ৫টি গরু, ১টি ছাগল, খড়ি ও গোয়াল ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।
৫ লক্ষাধিক টাকার বেশী ক্ষতি হয়েছে বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগি পরিবার। রাতেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ও সদস্য আবু তাহের আইয়ুব ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয় ক্ষতির সত্যতা নিশ্চত করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে। তারা দ্রুত এসে অগ্নিকান্ডের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলে।
গ্রামের অন্তত আরো ৩০ থেকে ৩২ টি পরিবার রক্ষা পায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত নিশ্চিত করেছেন বাড়ির মালিক ও ফায়ার সার্ভিস ইউনিট।
অগ্নি কান্ডের ঘটনায় সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শুকনো খাবার ও কম্বল বিতরন করেন, পরবর্তীতে অনুদান প্রদানের আশ্বাস দেন।