কপাল পুড়েছে হেনরীর

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বেপরোয়া দুর্নীতির অভিযোগের কারণেই কপাল পুড়েছে স্কুলশিক্ষিকা থেকে কোটিপতি বনে যাওয়া সিরাজগঞ্জের জান্নাত আরা তালুকদার হেনরীর।কপাল পুড়েছে হেনরীর

এ কারণেই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন না পাওয়ায় তিনি দলীয় কোনো কর্মসূচিতেই অংশগ্রহণ করছেন না। এমনকি তার পক্ষের নেতা-কর্মীদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

সূত্র জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রুমানা মাহমুদের কাছে অল্প ভোটে হেরে যান হেনরী। এর পর তিনি সোনালী ব্যাংকের অন্যতম পরিচালক হিসেবে নিয়োগ পান। সেই থেকে তার উত্থান শুরু। সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার পর ঋণপ্রদান, চাকরি বাণিজ্য, কর্মকর্তাদের পদোন্নতি ও বদলি, ঋণপ্রদান ও মওকুফ করা এবং বিভিন্ন তদবির বাণিজ্য করে সাড়ে তিন বছরে হেনরী প্রায় শত কোটি টাকার মালিক হন। এ ছাড়াও ক্ষমতার দাপটে স্কুলে শিক্ষকতা না করেই নিয়মিত তোলেন বেতন-ভাতা।

এর পর হলমার্ক কেলেঙ্কারি ঘটনা ফাঁস হলে তিনি সারা দেশে আরও আলোচিত হয়ে ওঠেন। এসব বিষয়ে বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় একাধিক তথ্যনির্ভর রিপোর্ট ছাপা হলেও তিনি ক্ষমতার শেষ পর্যায়ে এসেও তা মোটেও আমলে নেননি। দলীয় সূত্র আরও জানান, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসনে তিনি মনোনয়ন উত্তোলনের পর টিকিট পেতে জোরতদবিরও চালিয়েছিলেন।

এক পর্যায়ে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের সব ইউনিয়নের নেতা-কর্মী তার কাছ থেকে দূরে সরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষ অবলম্বন করেন। এর পরও হেনরী চেষ্টা-তদবিরে কমতি রাখেননি। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের গোপনীয় অনুসন্ধানে তিনি ধরা খান। ছিটকে পড়েন মনোনয়ন থেকে। আওয়ামী লীগ থেকে এ আসনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. হাবিবে মিল্লাত মুন্নার মনোনয়ন চূড়ান্তের পর তিনি মূলত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। গতকাল দুপুরে মোবাইলে জান্নাত আরা তালুকদার হেনরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। কোনো বিষয়ে কথা বলতে পারব না।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫