শুক্রবার ঢাকার রামপুরায় আইসিটি এমপ্লয়ি সোসাইটি বাংলাদেশ (আইসিটিইএসবি) এর অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, জয়েন সেক্রেটারী আশফাকুর রহমান, জয়েন সেক্রেটারী এনামুল হাসান, ট্রেজারার জিয়াউর রহমান, ঢাকা কমিটির মেম্বার ইসমাইল হোসেন, ফেলো মেম্বার এম এস রহমান সজীব, সাধারণ মেম্বার আরিফুর রহমান সহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে সহ সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক ও সহ সভাপতি জনাব আব্দুস সালাম নতুন বাংলাদেশ বিনির্মানে আইসিটি এমপ্লয়িদের ভুমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় তারা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে সংগঠনের ভুমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশে আইসিটি ইঞ্জিনিয়ারদের ব্যাপক গুরুত্ব থাকলেও সে অনুযায়ী তাদের প্রাপ্য সম্মানি বা বেতন ও সুবিধাদি দেওয়া হচ্ছে না। এসময় তিনি কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফ্রেশারদের সর্বনিম্ন বেতন ২৫০০০ টাকা ও বিএসসি ইঞ্জিনিয়ারিদের সর্বনিম্ন বেতন ৩০০০০ টাকা করার দাবী তোলেন। এছাড়াও আইসিটি ইঞ্জিনিয়ারদের মান উন্নয়ন ও সময়ের সাথে এগিয়ে থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সমসাময়িক বিভিন্ন বিষয় ভিত্তিক কোর্স, ওয়ার্কসপ ও সেমিনারের আয়োজন করার আশ্বস দেন।
পরে অর্ধ শতাধিক সদস্য ও সুধিজনদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাগরিবের আজানের সাথে ইফতার ও নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।