কাপাসিয়ায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

কাপাসিয়া (গাজীপুর) থেকে এফএম কামাল হোসেন:

চলতি অর্থ বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি/পরিবারকে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ১, ৪ ও ৭ নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ট্যাগ অফিসার উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহম্মদ আলী সরকার, বিএনপি নেতা কানন, বাচ্চু, যুবদল নেতা মোহাম্মদ নূরুজ্জামান, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, কানিজ ফাতেমা রুহিতা, মেহেদী হাসান, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, চাঁন মিয়া প্রমুখ।

স্থানীয় সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় এবছর কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নে একযোগে ১১০.৭৭০ মেট্রিক টন চাল প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের তত্ত্বাবধানে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন চাল বিতরণ শুরু হয়েছে। বরাদ্দ অনুযায়ী কাপাসিয়া সদর ইউনিয়নের ১৪.৫৮০ কেজি চালের বিপরীতে ১০ কেজি করে ১ হাজার ৪ শত ৫৮ জন নারী—পুরুষদের মাঝে চাল বিতরণ করা হবে। রোববার কাপাসিয়া সদর ইউনিয়নের ২, ৫ ও ৮ নং ওয়ার্ড এবং সোমবার ৩, ৬, ৯ নং ওয়ার্ডের তালিকাভুক্তদের মাঝে চাল বিতরণ করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫