সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > জনগন জামায়েতের হরতাল প্রত্যাখান করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জনগন জামায়েতের হরতাল প্রত্যাখান করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগন জামায়েত জোটকে প্রত্যাখান করেছে। যার কারণে হরতালের সমর্থনে দেশের কোথাও কোন অঘটন ঘটেনি।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফেরে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সফরে মিয়ানমার সঙ্গে পূর্ব নির্ধারিত মোট চারটি বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বাংলাদেশে সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান প্রতিরোধসহ মোট চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে রোহিঙ্গা বিষয় নিয়ে মিয়ানমারের সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা।

মিয়ানমার সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরাকান (যেখানে রোহিঙ্গাদের ওপরে নির্যাতন চলছে) পরিস্থিতি পরিদর্শনে যাবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, যদি মিয়ানমার সরকার আরকারন রাজ্য পরিদর্শনে অনুমতি দেয় তবে অবশ্যই সেখানে যাব।