
শব্দ পাসওয়ার্ড প্রযুক্তি কিনে নিলো গুগল
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বজুড়ে নানারকম পাসওয়ার্ড ব্যবস্থা নিয়েই কাজ চলছে। এর মধ্যে একটি হচ্ছে শব্দকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা। ইসরায়েলের উদ্যোক্তাদের তৈরি প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প শব্দ পাসওয়ার্ড নির্মাতাপ্রতিষ্ঠান স্লিকগলইনকে কিনে নিয়েছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস। স্লিকলগইনকে কিনে নেওয়ার ফলে এখন থেকে এ প্রযুক্তি ব্যবহার করতে পারবে গুগল এবং স্লিকলগইনের কর্মীরা গুগলের…