
গাজীপুরে প্রচন্ড তাপদাহ : অস্বাস্থ্যকর বিভিন্ন আইটেমের সরবতের কদর
জাহিদ হাসান জিহাদ ॥ ভেপসা গরম ও প্রচন্ড তাপদাহে একটু স্বস্তি পেতে গাজীপুর বিভিন্ন আইটেমের সরবতের কদর বেড়েছে। উক্ত সরবতগুলো বরফ কুচি, লেবু, চিনি ও ইসুপগুলির ভুসি মেশানো সরবত। বিক্রি হচ্ছে দেদারছে। ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিলছে ঠিকই। তবে নিজেদের অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছে। ঐ সকল সরবত পানকারীরা। তাদের অজান্তে শরীরের ভেতর প্রবেশ…