
আর্জেন্টিনার রানার-আপের টাকা হাসপাতালে দান
স্পোর্টস ডেস্ক ॥ ২৮ বছর পর মেসির হাত ধরে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলেও জামার্নির কাছে হেরে যায় যাওয়ায় আর্জেন্টাইনদের খুশি করতে পারেননি মেসি ও তার বাহিনী। তবে হেরেও দেশবাসী ও সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে আলবিসেলেস্তেরা। এবার মেসিরা হৃদয় জয় করতে চান রোগ-শোকে ভোগা আর্জেন্টাইনদের। দেশকে বিশ্বকাপ না এনে দিতে পারলেও দারিদ্র জর্জরিত দেশটিকে বেশ…