
মারিয়ার বাঁচার আকুতি দেখে কাঁদছে এলাকার মানুষও
বাংলাভূমি ডেস্ক ॥ অগ্নিদ্বগ্ধ ৭ বছর বয়সী শিশু মারিয়ার বাঁচার আকুতি দেখে কাঁদছে এলাকার মানুষও। আগুনে ঝলসে গেছে তার পুরো শরীর। তার শরীরের দগ্ধ স্থান ও যন্ত্রণা দেখলে যে কেউ আঁতকে উঠবে। এ অবস্থায় বাড়িতেই দিন কাটছে মারিয়ার। বাড়ির বারান্দায় একটি মশারির ভেতরে রাখা হয়েছে মারিয়াকে। সেখানে শুয়েই বাঁচার আকুতি মিনতি করছে সে। যশোরের ঝিকরগাছার…